জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষ: ৫ ঘণ্টা পর এক লাইনে রেল যোগাযোগ স্বাভাবিক

জয়দেবপুরে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ
গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় আজ শুক্রবার সকালে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ হয় | ছবি: সংগৃহীত

গাজীপুরে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষের কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়েছে।

রেল দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটির করা হয়েছে এবং জয়দেবপুর রেলস্টেশনের মাস্টারকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ডাবল লাইনের একটি দিয়ে তিনটি ট্রেন যাতায়াত করেছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে জয়দেবপুর জংশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল লাইনে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমিউটারের লোকো মাস্টারসহ অন্তত তিনজন আহত হন।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ দুর্ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি যে জয়দেবপুরের স্টেশনমাস্টারকে বহিষ্কার করা হয়েছে।' 

দুর্ঘটনায় আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ সেতাবুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ রুটে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে এ পর্যন্ত তিনটি ট্রেন যাতায়াত করতে পেরেছে।' 

'সকাল থেকে বেশ কিছু ট্রেন আটকা পড়ে আছে। দুর্ঘটনাকবলিত লাইন দিয়ে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তবে অপর আরেকটি লাইন দিয়ে ট্রেন চলছে,' বলেন তিনি। 

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

1h ago