ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু, ময়মনসিংহ-নেত্রকোণা রুটে রেল যোগাযোগ বন্ধ

ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু
শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে বালুবাহী ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে গেলে বলাকা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খায়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরে মালবাহী একটি ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় চার জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চার জন।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের মাস্টার নাজমুল হক খান বলেন, 'আজ দুপুর দেড়টার দিকে শহরের শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এরপর থেকে ময়মনসিংহ-নেত্রকোণা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।'

নাজমুল আরও বলেন, 'দুপুরে বালুবাহী একটি ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে। সে সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।'

তিনি জানান, দুর্ঘটনার কারণে সড়ক পথেও ময়মনসিংহ ও কিশোরগঞ্জের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জাহাঙ্গীর আলম ডেইলি স্টারকে বলেন, 'তথ্য পেয়ে আমরা চার জনের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English
BDR massacre

BDR Massacre: Commission may ask for Hasina extradition or question her in India

"It is not enough to say that India is involved; evidence must be presented in support of it"

1h ago