কাহারোলে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মো. শাহীন মিয়া (৪০) ও শহীদ (৩৫)।

মঙ্গলবার দুপুর ১টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পুর্ব মল্লিকপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন মিয়া (৪০) নীলফামারী জেলার সৈয়দপুর শহরের নয়াবাজার হাওলাদার পাড়া এলাকার সামসাদ আলীর ছেলে এবং শহীদ (৩৫) একই শহরের সাহেবপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক জানান, দুপুরে একটি মোটরসাইকেলে শাহীন মিয়া ও শহীদ সৈয়দপুর থেকে দিনাজপুরের বীরগঞ্জ যাচ্ছিল। পূর্ব মল্লিকপুর নামক স্থানে পৌঁছালে সড়কে একটি কুকুরের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে দুজনেই নিহত হন।

ওসি রেজাউল করিম জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

The Daily Star  | English
Tarique Rahman on election demands

Conspirators eyeing country’s resources like vultures: Tarique

Tarique said the conspiracy by mischievous elements, both within the country and abroad, against the BNP, its leaders, and the nation, does not stop

41m ago