বনানীতে বাসে আগুন: মোটরসাইকেলচালকের মৃত্যু

বাসটিতে আগুন ধরে যায়। ছবি: তানজিয়া রহমান

রাজধানীর বনানী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে চলে যাওয়ার পর আগুন লাগার ঘটনায় আহত মোটরসাইকেলচালক মারা গেছেন।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক।

তবে, মারা যাওয়া মোটরসাইকেলচালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে শনিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম ডেইলি স্টারকে জানান, শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিল। আর্মি স্টেডিয়ামের কাছে আসার পর একটি মোটরসাইকেল চলন্ত বাসটিকে ধাক্কা দেয়। সেসময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান এবং মোটরসাইকেলটি চলন্ত বাসের নিচে চলে যায়। রাস্তায় ঘর্ষণের ফলে বাসের নিচে থাকা মোটরসাইকেলটিতে এক পর্যায়ে আগুন ধরে যায়। এরপর মোটরসাইকেলের তেলের ট্যাংক বিস্ফোরিত হলে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।

এ ঘটনার ৩০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুর্মিটোলা থেকে গিয়ে আগুন নেভায়। বাসটিতে আগুন লাগার পরপরই যাত্রীরা সেখান থেকে নেমে যান বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest suggested change to promotion criteria for deputy secy post

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

38m ago