দিনাজপুর

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে নববর্ষের অনুষ্ঠানে ৩ সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ

স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান রাসেল। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদের তিন কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে।

আজ সোমবার সকাল ১১টার দিকে বিরামপুর উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে এ ঘটনা ঘটে। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওসি ছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে অতিথিদের খাবার বিতরণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আরিফুর রহমান রাসেল ও তার সহযোগীরা কর্মচারীদের ওপর চড়াও হন।

তাদের হামলায় উপজেলা পরিষদের অফিস সহকারী এমদাদুল হক, আবু হোসেন ও নাইট গার্ড মমিনুল ইসলাম ওরফে রনি আহত হন।

আহত মমিনুল ডেইলি স্টারকে বলেন, 'আমরা অতিথিদের খাবার বিতরণ করছিলাম। হঠাৎ আরিফুর রহমান রাসেল এসে নিজের মতো খাবার নিতে থাকেন। আমরা বাধা দিলে তিনি ও তার সহযোগীরা আমাদের ওপর হামলা করেন।'

হামলার বিষয়ে অভিযুক্ত আরিফুর রহমান রাসেলের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

ঘটনার সময় উপজেলা বিএনপি সভাপতি মামুন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও, সাধারণ সম্পাদক রুবেল ঘটনার নিন্দা জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

তারা জানান, অভিযুক্ত রাসেল পৌর ইউনিটের আওতাধীন এবং সরাসরি তাদের অধীনে নন। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও নুজহাত তাসনিম ডেইলি স্টারকে বলেন, 'ভুক্তভোগী কর্মচারীদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি বলেন, 'এমন উৎসবমুখর আয়োজনে সবার সামনে এ ধরনের ঘটনা দুঃখজনক ও অগ্রহণযোগ্য।'

জানতে চাইলে ওসি মমতাজুল হক বলেন, 'অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

2h ago