মিজোরামে মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত, আহত ১২

শানজি ওয়াই-৮ টার্বোপ্রপ পরিবহণ বিমান। ছবি: সংগৃহীত
শানজি ওয়াই-৮ টার্বোপ্রপ পরিবহণ বিমান। ছবি: সংগৃহীত

মিয়ানমারের একটি সামরিক বিমান ভারতের মিজোরামের বিমানবন্দরে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ১৪ যাত্রীর মধ্যে ১২ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের এই সামরিক বিমানটি ভারতে যায়। 

চীনে নির্মিত শানজি ওয়াই-এইট টার্বোপ্রপ বিমানটি অবতরণের সময় মিজোরাম রাজ্যের লেংপুই বিমানবন্দরের টারম্যাক থেকে খানিকটা পিছলে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে বিমানের ফুসেলাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

লেংপুই বিমানবন্দরে নিযুক্ত ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের (এএআই) এক কর্মকর্তা এএফপিকে জানান, এই ফ্লাইটটি মিজোরাম থেকে মিয়ানমারের ৯২ সেনাকে ফিরিয়ে নিতে এসেছে। এই সেনারা গত সপ্তাহে মিয়ানমার থেকে পালিয়ে মিজোরামে আসেন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমোদন না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক।

গত সপ্তাহে সশস্ত্র বিদ্রোহীদের হাত থেকে বাঁচার জন্য মিয়ানমার থেকে মোট ২৭৬ জন সেনা পালিয়ে ভারতে আসেন। তাদেরকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হিসেবে এই ফ্লাইটে ৯২ সেনার ফেরার কথা ছিল।

নভেম্বর থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) যুদ্ধবিরতি ভঙ্গ করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়ছে।

সংগঠনটি জানায়, এ মাসে তারা মিজোরাম সীমান্তের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর পালেতওয়া ও ছয়টি সামরিক ঘাঁটি দখল করেছে।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

5h ago