সমরেশ মজুমদার আর নেই

সমরেশ
সমরেশ মজুমদার। ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন।

আজ সোমবার কলকাতার একটি হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সমরেশ মজুমদারের পরিবারের বরাত দিয়ে বাতিঘরের প্রকাশক দীপঙ্কর দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সমরেশ মজুমদারের জন্ম ১৯৪২ সালের ১০ মার্চ পশ্চিমবঙ্গের জলপাইগুঁড়িতে।

১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস 'দৌড়'।

তার ট্রিলজি উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতি এনে দিয়েছে।

অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো-সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ।

১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হন সমরেশ মজুমদার।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

39m ago