বুকার জিতলেন শ্রীলঙ্কান লেখক শেহান করুনাতিলকা

শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকা তার দ্বিতীয় বই ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’র জন্য ফিকশন ক্যাটাগরিতে বুকার পুরস্কার জিতেছেন। ছবি: এএফপি
শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকা তার দ্বিতীয় বই ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’র জন্য ফিকশন ক্যাটাগরিতে বুকার পুরস্কার জিতেছেন। ছবি: এএফপি

শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকা তার দ্বিতীয় বই 'দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা'র জন্য ফিকশন ক্যাটাগরিতে বুকার পুরস্কার জিতেছেন।

আজ মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

এটি ১৯৯০ সালের শ্রীলঙ্কার পটভূমিকায় আলোকচিত্রী ও জুয়াড়ি মালি আলমেইদার জীবনকে ঘিরে রচিত একটি অতিপ্রাকৃত উপন্যাস।

ব্রিটেনের কুইন অব কনসর্ট ও রাজা চার্লসের স্ত্রী ক্যামিলা লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে শেহানের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার পেয়ে সম্মানিত ও গর্বিত হয়েছেন বলে মন্তব্য করেন শেহান।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago