একীভূত হচ্ছে হোন্ডা-নিশান?

হোন্ডা
অলঙ্করণ: স্টার ডিজিটাল গ্রাফিক্স

চীনের বৈদ্যুতিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে জাপানের অন্যতম শীর্ষ গাড়ি তৈরির প্রতিষ্ঠান হোন্ডা ও নিশান এক হয়ে যাওয়ার জন্য আলোচনা করেছে।

আজ বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চে জাপানের এই দুই শীর্ষ প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি তৈরির বিষয়ে কৌশলগত অংশীদারিত্বের সুযোগগুলো খুঁজে দেখার বিষয়ে একমত হয়।

প্রতিষ্ঠান দুইটি বিবিসিকে জানায়, 'যেহেতু গত মার্চে আলোচনা হয়েছিল, তাই হোন্ডা ও নিশান ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক ও নিজেদের সক্ষমতা তুলে ধরছে।'

প্রতিবেদনে বলা হয়, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। শেষ পর্যন্ত যে একীভূত হওয়ার চুক্তি হবে এমন কথা নিশ্চিত করে বলা যায় না।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, 'সেরকম কিছু হলে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।'

জাপানের টেলিভিশন চ্যানেল টিবিএস জানিয়েছে—আশা করা হচ্ছে, আলোচনার বিষয় নিয়ে প্রতিষ্ঠান দুটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।

দেশটির দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম গাড়ি উৎপাদকের সম্ভাব্য একীভূত হওয়া নিয়ে জটিলতা দেখা দিতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

গত মার্চে হোন্ডা ও নিশান বৈদ্যুতিক গাড়ি তৈরির ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করতে ও গত আগস্টে প্রতিষ্ঠান দুইটি সম্পর্ক আরও গভীর করার কথা জানায়। বিশেষ করে, ব্যাটারি ও অন্যান্য প্রযুক্তি নিয়ে এক সঙ্গে কাজ করতে রাজি হয়।

গত আগস্টে প্রতিষ্ঠান দুইটি জানায় যে, তারা মিৎসুবিশি মোটরসের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে।

জাপানি গণমাধ্যম নিক্কেই জানিয়েছে, হোন্ডা ও নিশান হয়ত মিৎসুবিশিকে সম্ভাব্য অংশীদার হিসেবে রাখতে চাচ্ছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান এডমান্ডসের বিশ্লেষক জেসিকা কাল্ডওয়েল গণমাধ্যমকে বলেন, 'টিকে থাকার প্রয়োজনে এমনটি হতে যাচ্ছে। শুধু টিকে থাকাই নয়, ভবিষ্যতে যাতে তারা ভালোভাবে চলতে পারে।'

প্রতিবেদনে আরও বলা হয়, হোন্ডা ও নিশান চীনে বাজার হারাচ্ছে। গত নভেম্বরে বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির ৭০ শতাংশ চীন দখলে রাখার কথা জানিয়েছিল।

Comments