পাকিস্তানে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করবে পিটিআই
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এগিয়ে আছেন ইমরান খানের দল তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) সমর্থিত প্রার্থীরা। নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।
২৬৫ আসনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত ২৫৫ আসনের প্রাথমিক ফলাফলে ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০০টি আসনে জয় পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পেয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন। তারা আসন পেয়েছে ৭৩টি। তৃতীয় স্থানে বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি পেয়েছে ৫৪টি আসন।
যেসব আসনে ফলাফল 'আটকে রাখা হয়েছে' সেখানে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে আগামীকাল আইন মেনে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়ে পিটিআই নেতা ব্যারিস্টার গোহর আলি খান বলেন, 'আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ফল উল্টে দেওয়া হচ্ছে। এসব আসনের তালিকা আমরা আপনাদের দেবো। আমাদের জয়কে পরাজয়ে বদলে দেওয়া হচ্ছে।' বিক্ষোভে সামিল হওয়ার জন্য ইমরান খান নির্দেশ দিয়েছেন বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
Comments