ভারী বৃষ্টিতে নেত্রকোণার নদ-নদীর পানি বাড়ছে, ৪০ গ্রাম প্লাবিত
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার সব নদ-নদীর পানি বেড়েছে। এতে জেলার কলমাকান্দা উপজেলার অন্তত ৪০ গ্রাম প্লাবিত হয়েছে।
জেলার গণেশ্বরী, মহাদেব, বাখলা, মঙ্গেলশ্বরী, বৈঠাখালী, কংস, সোমেশ্বরী ও ধনু নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও, কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বুধবার সকালে উব্দাখালী নদীর পানি ডাকবাংলো পয়েন্টে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবো সূত্র জানায়, কলমাকান্দা উপজেলার কৈলাটি, বড়খাপন, পোগলা, খারনৈ, রংছাতি, কলমাকান্দা সদরসহ ৭টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।
Comments