সিলেট-সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত,আবার বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেট, সুনামগঞ্জ ও ভারতের আসামে ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। এতে বিস্তীর্ণ এলাকার মানুষ আবার প্লাবিত হওয়ার আশঙ্কার মধ্যে পড়েছেন।

সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীর পানি আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয় প্রবাহিত হতে দেখা গেছে, যা গতকাল সন্ধ্যা ৬টায় ৩৬ সেন্টিমিটার ওপরে ছিল।

অন্যদিকে কমতে থাকা কুশিয়ারার পানিও  ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আজ দুপুর ১২টায় কুশিয়ারা নদীর পানি সিলেটের জকিগঞ্জের অমলসীদে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে ৮৮ সেন্টিমিটার ওপরে ছিল।

সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ১১টা থেকে আগামী ৪৮ ঘণ্টা সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও আজ এক পূর্বাভাসে জানিয়েছে, সুরমা নদীর পানি বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে।

কেন্দ্রের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ শহরে ২৬০ মিলিমিটার, সিলেটের জাফলংয়ে ১৩২ মিলিমিটার, সুনামগঞ্জের লাউড়ের গড়ে ১২৮ মিলিমিটার, সিলেটের লালাখালে ১১৩ মিলিমিটার এবং সিলেট নগরীতে ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Govt forms commission to probe Milestone jet crash

The probe commission will examine the cause of the tragic crash, assess damage and casualties, determine the responsibilities

1h ago