দেশের ৫০ ও পশ্চিমবঙ্গের ৩১ প্রেক্ষাগৃহে সুড়ঙ্গ

সূড়ঙ্গ সিনেমার পোস্টার। ছবি: সিনেমার ফেসবুক পেজ থেকে নেওয়া
সূড়ঙ্গ সিনেমার পোস্টার। ছবি: সিনেমার ফেসবুক পেজ থেকে নেওয়া

রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমাটি মুক্তির চতুর্থ সপ্তাহে পৌঁছেছে। আজ শুক্রবার থেকে দেশের ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।

সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহরিয়ার শাকিল এখন কলকাতায় আছেন। তিনি জানান, কলকাতায় আজ সন্ধ্যায় সুড়ঙ্গ সিনেমার প্রিমিয়ার হবে। এছাড়া পশ্চিমবঙ্গের ৩১টি প্রেক্ষাগৃহে আজই মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

পরিচালক রায়হান রাফী ডেইলি স্টারকে বলেন, 'সুড়ঙ্গ সিনেমার বড় শক্তি গল্প ও দর্শক। দেশের দর্শকদের ভালোবাসা পাওয়ার মধ্যেই সিনেমাটি আজ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে।'

'আমার বিশ্বাস দেশের মতো পশ্চিমবঙ্গের দর্শকদের ভালোবাসায় সিক্ত হবে সুড়ঙ্গ,' যোগ করেন তিনি।

সিনেমাটির নায়িকা তমা মির্জা ডেইলি স্টারকে বলেন, 'আশা করছি পশ্চিমবঙ্গের দর্শকদের কাছ থেকে সুড়ঙ্গ সিনেমার বিষয়ে ভালো সাড়া পাব।'
 

Comments

The Daily Star  | English

‘May the sound of arms be silenced’

Pope Francis calls for peace across the world in Christmas message

34m ago