মুক্তির দ্বিতীয় দিনে ১৫ শো বেড়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমার

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' সিনেমা মুক্তির দ্বিতীয় দিনেই সুখবর পাওয়া গেছে। আফরান নিশো ও তমা মির্জা জুটির প্রথম সিনেমাটি দেখতে ভিড় করছেন দর্শকরা। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়েছেন।

বিভিন্ন হলে 'সুড়ঙ্গ' সিনেমার হাউসফুল যাচ্ছে। অগ্রিম টিকিট বিক্রির খবরও পাওয়া যাচ্ছে।

'পরাণ' সিনেমাখ্যাত পরিচালক রায়হান রাফী বলেন, 'দর্শকদের ব্যাপক আগ্রহ দেখে মুগ্ধ হয়েছি। দর্শকরাই সুড়ঙ্গ সিনেমার প্রাণ।

সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিন অতিবাহিত হলো আজ শুক্রবার। দ্বিতীয় দিনে দর্শকদের ভিড় ও চাপের জন্য ১৫টি শো বাড়ানো হয়েছে মাল্টিপ্লেক্সগুলোতে।

গতকাল ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে ৯টি শো ছিল ৭টি শাখায়। দ্বিতীয় দিনে শো ছিল মূলত ১৮টি। কিন্তু দর্শকদের উপচেপড়া ভিড়ের জন্য ১৫টি শো বাড়ানো হয়েছে।

সুড়ঙ্গ সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, শো বাড়তেই থাকবে এবং আগামী সপ্তাহ থেকে অসংখ্য প্রেক্ষাগৃহে এটি মুক্তি দেওয়া হবে।

সূত্র জানিয়েছে, অচিরেই ভারতেও সিনেমাটি মুক্তির ঘোষণা আসবে।

এই সিনেমার নায়িকা তমা মির্জা বলেন, 'সুড়ঙ্গর দর্শক দেখে আমরা পুরো টিম খুশি। সিনেমাটি সবার মন জয় করবে।'

আফরান নিশো বলেন, 'চারদিক থেকে সুড়ঙ্গর জন্য সুখবর পাচ্ছি। এটা দেশের সিনেমার জন্য ইতিবাচক দিক।'

Comments