৩০০ শিল্পী নিয়ে এফডিসিতে শাকিবের ‘রাজকুমার’ গানের শুটিং

সিনেমার শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে।
শাকিব খান। ছবি: সংগৃহীত

এফডিসিতে শুরু হয়েছে বাংলাদেশি সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমার টাইটেল গানের শুটিং। 

আজ বুধবার সকাল থেকে প্রায় ৩০০ শিল্পীর অংশগ্রহণে চলছে সিনেমাটির প্রথম গানের শুটিং। 

পরিচালক হিমেল আশরাফ বলেন, 'আমার কেন জানি মনে হচ্ছে, রাজকুমার সিনেমার গানগুলো প্রিয়তমার চেয়েও ভালো হবে। এই গানগুলো মানুষ আরও বেশি পছন্দ করবে।'

এফডিসিতে রাজকুমার’ সিনেমার টাইটেল গানের শুটিং। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'এফডিসিতে আজ শুটিং হচ্ছে একটি উৎসবমুখর গানের, যেটা শুনে পুরোপুরি মনে হবে বাংলাদেশের গান। গানের কথা ও মিউজিকে শেকড়ের টান অনুভব হবে। আবার ওয়েস্টার্ন পার্টির একটা টেস্ট পাওয়া যাবে।'

শাকিব খান অভিনীত 'রাজকুমার' সিনেমার শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে। সিনেমাটির নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি সেসময়ে ঢাকায় এসেছিলেন। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। 

জানা গেছে, রাজকুমার সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক ও এক স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। 

Comments