এফডিসির সহশিল্পীদের ফ্যাকাশে ঈদ
রাত পেরোলেই ঈদ। তবে শেষ মুহূর্তেও ঈদের আনন্দ-আয়োজন স্পর্শ করেনি চলচ্চিত্রের সহশিল্পীদের।
পুরো রমজান মাস জুড়েই শুটিং কম ছিল এফডিসিতে। তাই দৈনিক মজুরিতে কাজ করা সহশিল্পীদের ঈদ অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে। আয় নেই, খরচ বেড়েছে কয়েকগুণ।
তাহলে কীভাবে কাটবে এফডিসির সহশিল্পীদের এবারের ঈদ? দেখুন স্টার স্পেশালে।
Comments