দেশে ১ মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রি যে সিনেমার

প্রিয়তমা সিনেমার একটি দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল। ছবি: সংগৃহীত

মুক্তির চার সপ্তাহে প্রায় ২৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' সিনেমার। 

গত ঈদে মুক্তি পাওয়ার পর মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬টি হলে চলছে সিনেমাটি। 

পরিচালক হিমেল আশরাফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'চতুর্থ সপ্তাহে টিকিট বিক্রি হয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকার। প্রথম সপ্তাহে ১০৯টি সিনেমা হল থেকে ১০ কোটি ৩০ লাখ, ২ সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। চতুর্থ সপ্তাহে এসে মোট কালেকশন এসে দাঁড়ায় ২৬ কোটি ৯৫ লাখ টাকা।'

তিনি আরও বলেন, 'সিনেমা মুক্তির একমাস হয়ে গেলেও এখনো দর্শকদের চাহিদার শীর্ষে আছে প্রিয়তমা। দেশের সবগুলো সিনেপ্লেক্সে  প্রতিদিন ১৪টি শো চলছে, ব্লকবাস্টারে ৭ এবং লায়ন সিনেমায় ৪টি করে শো প্রদর্শিত হচ্ছে।'

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে। প্রিয়তমা এবং অন্য বাংলা সিনেমা বেশ ভালো চলছে। প্রতিদিনের শো হাউজফুল যাচ্ছে বাংলা সিনেমার। 

সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রিয়তমা সিনেমাটি একটানা ভালো যাচ্ছে। এটা আমাদের চোখে সুপারডুপার হিট একটা সিনেমা। আমাদের সিঙ্গেল স্ক্রিনে অনেকদিন পর "প্রিয়তমা" সিনেমা আশা জাগিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলা সিনেমার জন্য সুখকর হবে।'

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত 'প্রিয়তমা' সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ। 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

38m ago