মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে নিয়ে বঙ্গভবনে শাকিব

মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে নিয়ে বঙ্গভবনে শাকিব খান
বঙ্গভবনে শাকিব খান, মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, পরিচালক হিমেল আশরাফ এবং প্রযোজক আরশাদ আদনান। ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা 'রাজকুমার' এর শুটিং। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটি পরিচালনা করছেন 'প্রিয়তমা'খ্যাত পরিচালক হিমেল আশরাফ।

আজ রোববার সন্ধ্যায় মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে নতুন লুকে হাজির হলেন শাকিব খান। ছবিতে দেখা গেছে, কালো ওয়েস্টার্ন আউটফিটে শাকিবকে ধরে দাঁড়িয়ে আছেন কোর্টনি কফি। ছবিটি ফেসবুকে প্রকাশ করে শাকিব খান লেখেন, 'রাজকুমার আসছে।'

শাকিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটির শুটিং ঢাকা, পাবনা এবং পরে আমেরিকায় শেষ হবে। আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে। এই ছবির শুটিংয়ে শনিবার কোর্টনি কফি ঢাকায় এসেছেন।'

রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে শাকিব ও কোর্টনি কফিকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানান তিনি। সেখানেই তাদের দুজনকে ফ্রেমবন্দি করা হয়েছে।

জানা গেছে, বঙ্গভবনে তাদের দুজনের সঙ্গে 'প্রিয়তমা' ও 'রাজকুমার' সিনেমার প্রযোজক ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ এবং 'প্রিয়তমা' সিনেমার নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।

Comments

The Daily Star  | English

Advisory council forms new pay commission

Zakir Ahmed Khan has been appointed as the head of the commission

57m ago