ব্যাংকগুলোকে আর্থিক আধিপত্যের বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে: সিপিডি

সিপিডি
ঢাকার লেকশোর হোটেলে সিপিডির সংলাপ। ছবি: স্টার

দেশে ক্রোনি ক্যাপিটালিজমের মাধ্যমে অভিজাত ব্যক্তিরা তাদের লক্ষ্য পূরণে ব্যাংকগুলোকে বাহন হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

আজ বৃহস্পতিবার তিনি রাজধানীর লেকশোর হোটেলের লা ভিটা হলে সিপিডি আয়োজিত 'বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য সামনে কী অপেক্ষা করছে?' শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনকালে ফাহমিদা খাতুন আরও বলেন, '২০১১-১২ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ৪২ হাজার ৭২৫ কোটি টাকা থেকে গত ১০ বছরে খেলাপি ঋণের পরিমাণ তিনগুণেরও বেশি বেড়ে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।'

তবে বিশেষভাবে উল্লেখিত হিসাবে, আদালতের নিষেধাজ্ঞাসহ ঋণ ও পুনঃতফসিলকৃত ঋণ ধরা হলে খেলাপির প্রকৃত পরিমাণ আরও বেশি হবে।

তার মতে, ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়মের কারণে মানুষ এখন ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক সংশোধনী বিল ২০০৩ অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বহাল রাখার সুপারিশ করেছে সিপিডি।

Comments

The Daily Star  | English

Ex-army chief freedom fighter Safiullah passes away

The prominent sector commander of liberation war breathed his last while undergoing treatment at CMH

35m ago