সরকারি ৪০ সেবা পেতে রিটার্ন দাখিলের সঙ্গে দিতে হতে পারে ন্যূনতম আয়কর

ছবি: সংগৃহীত

সরকারি অন্তত ৪০ ধরনের সেবা পেতে আয়কর রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি করদাতাকে ন্যূনতম কর দেওয়ার আইন করতে পারে সরকার।

অর্থাৎ, কোনো ধরনের কর পরিশোধ ছাড়া ট্যাক্স রিটার্ন দাখিলের সুযোগ নাও থাকতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নাগরিকের আয় না থাকলেও, রিটার্ন দাখিল করে ওইসব সরকারি সেবা পেতে আগামী অর্থবছর থেকে করদাতাদের ন্যূনতম ২ হাজার টাকা আয়কর দিতে হবে।

গত অর্থবছরের শুরু থেকে সরকারি প্রায় ৩৮টি সেবা পেতে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র (স্লিপ) দাখিল বাধ্যতামূলক।

বর্তমানে ব্যক্তিগত আয়ের করশূন্য সীমা ৩ লাখ টাকা। এই সীমার নিচে আয় হলে, বর্তমানে কোনো আয়কর জমা না দিয়েই রিটার্ন স্লিপ পাওয়া যায়।

এমনকি আয় শূন্য হলেও রিটার্ন জমা দেওয়ার সুযোগ আছে বর্তমানে।

Comments

The Daily Star  | English

Firefighter dies after being hit by truck while battling Secretariat fire

Another firefighter sustained injuries in his leg while working to extinguish the fire

7m ago