সরকারের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার

সরকারের আশ্বাস পাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন কর্মকর্তারা।
আজ রোববার রাতে এনবিআর কর্মকর্তাদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ কথা জানিয়েছে।
গত ১২ মে অন্তর্বর্তী সরকার যে 'রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' জারি করে, যেখানে এনবিআর বিলুপ্ত করে কর নীতি বিভাগ ও রাজস্ব সংগ্রহ বিভাগ গঠনের কথা বলা হয়।
এরপর থেকে এই অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলন করেন এনবিআর কর্মকর্তারা।
গতকাল ও আজ সারাদিন দেশজুড়ে তারা কর্মবিরতি পালন করেন।
এর মধ্যেই আজ সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।
এছাড়া, প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত নতুন অধ্যাদেশ কার্যকর করা হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
এ ঘোষণার পরই রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মবিরতি প্রত্যাহারের কথা জানালো।
Comments