আর্থিক সংকট সত্ত্বেও কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

ব্যাংকের আর্থিক সংকট
সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, 'ইসলামী ব্যাংক বড় প্রতিষ্ঠান। এর উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। যদিও কয়েকটি ব্যাংক চ্যালেঞ্জে পড়বে।'

তিনি পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরেন। খারাপ অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোয় বিনিয়োগের কারণে বিনিয়োগকারীদের ক্ষতির কথা স্বীকার করেন।

ক্ষতিপূরণের ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাজেট খরচ কমানোর প্রচেষ্টার কথা তুলে ধরেন সালেহউদ্দিন আহমেদ। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, 'এই উদ্যোগগুলো সরকারি কর্মচারীদের বেতন-ভাতায় প্রভাব ফেলবে না।'

অর্থ উপদেষ্টা আরও বলেন, 'বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কিছু প্রকল্প রাজনৈতিক কারণে শুরু হওয়ায় সেগুলোর কতটুকু প্রয়োজন তা পর্যালোচনা করা হচ্ছে।'

'আমাদের সাফল্যের সূর্য উঠেছে, আমাদের অর্জনও খারাপ নয়। আমাদের পদচিহ্ন রেখে যাব।'

তার দৃষ্টিতে, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতার আশ্বাস সরকারের উল্লেখযোগ্য সাফল্য।

নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে একাধিক কারণ উল্লেখ করার পাশাপাশি তিনি আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন।

Comments

The Daily Star  | English

BNP will form national government if elected: Fakhrul

"If we are elected, we will not run the country alone... So, where is the problem? Where is the doubt?" said Fakhrul at a discussion

3h ago