দীর্ঘমেয়াদি সংস্কারকাজ করবে রাজনৈতিক সরকার: সালেহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। স্বল্প ও মধ্যমেয়াদি সংস্কারকাজ অন্তর্বর্তী সরকার করবে, আর দীর্ঘমেয়াদি সংস্কার রাজনৈতিক সরকার করবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, 'একটা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সবকিছু করতে পারে না। কিন্তু আমরা একটা ফুটপ্রিন্ত রেখে যাব, যেখান দিয়ে পরবর্তী সরকার চলবে। আগে কী করেছেন রেখে দেন।'
তিনি বলেন, 'অনেক প্রতিষ্ঠান আছে প্রচেষ্টা আছে। অনেক প্রতিষ্ঠান আছে বড় বড় ভবন আছে, কিন্তু স্বচ্ছতার অভাব সততার অভাব।'
'এমন গভীর ক্ষত আমরা দেখিনি। দিনদিন আমরা টের পাচ্ছি। আমাদের সহকর্মীরা টের পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো প্রতিদিন আমাকে জানাচ্ছেন,' যোগ করেন তিনি।
উপদেষ্টা বলেন, 'আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম। মানুষ অনেক কথা বলেছে, ডিমের দাম কছে না, পেঁয়াজের দাম কমছে না। অথচ এগুলোর শুল্ক আমরা কমিয়ে দিলাম। তাও দাম কমে না। আমি কি কারওয়ান বাজারে গিয়ে ব্যবসায়ীদের বলব ফাম কমাতে?'
তিনি আরও বলেন, 'আমি প্রধান উপদেষ্টাকে বলেছি যে এগুলো শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না। অনেকগুলো ফ্যাক্টর আছে। ইলিশ মাছ পাঠালাম, তাও মানুষ খুশি হলো না। অনেক কঠিন সব সিদ্ধান্ত।'
'তবে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমি মনে করি, প্রতিষ্ঠান যদি ভালো না হয়, যতই ভালো প্রকল্প নেওয়া হোক, বাস্তবায়ন ভালো হবে না। তবে আশার কথা আমরা সমাজের সব অংশ থেকে ভালো সাড়া পাচ্ছি,' যোগ করেন উপদেষ্টা।
Comments