এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার খুবই প্রয়োজন: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা। ছবি: স্টার

দেশে অর্থনৈতিক সংস্কার খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের কথা বলছি। সবগুলোই গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক সংস্কার খুবই প্রয়োজন।'

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদরদপ্তরে আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের 'জটিলতা' স্বীকার করে উপদেষ্টা বলেন, 'অসংখ্য পদ্ধতিগত আইন ও বিধিবিধানের কারণে কাজটি কঠিন হলেও অগ্রগতির জন্য এসবের যথাযথ ও স্বচ্ছ প্রয়োগ গুরুত্বপূর্ণ।'

প্রশাসনে অদক্ষতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, 'আমাদের কিছু আপডেটেড সিস্টেম আছে। কিন্তু, সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছি না।'

একইসঙ্গে ব্যবসায়ীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, 'দেনা পরিশোধ করুন। আপনাদের আশ্বস্ত করতে চাই, দেনা পরিশোধ করতে এলে কেউ কোনো অযৌক্তিক বা বেআইনি চাহিদা দাবি করবে না। অফিসিয়ালিও কোনো চাহিদা দাবি করা হবে না, আবার টেবিল বা চেয়ারের নিচে দিয়ে যে ধরনের কাজ হয় সে ধরনের কোনো দাবি করা হবে না।'

ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর বিলম্বিত বাস্তবায়নের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এই প্রকল্প ২০১৭ সালে শুরু হয়েছিল। তবে গত মাসে আংশিকভাবে চালু হয়।

রাজস্ব সংগ্রহে ব্যবসায়ীদের সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনাদের (ব্যবসায়ীদের) কাছ থেকে অযৌক্তিক বা অবৈধ কিছু দাবি করছি না। বকেয়াটা দিতে হবে। আমরা কখনোই সরকারি-বেসরকারিভাবে বা গোপন লেনদেনের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ডে জড়াই না।'

সালেহউদ্দিন আহমেদ রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে রাজস্ব কর্মকর্তাদের প্রচেষ্টা জোরদার করারও আহ্বান জানান। তিনি বলেন, 'এটি সংকটময় বছর। তবুও আমরা এগিয়ে যেতে চাই।'

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান শুল্ককে বাণিজ্য সহজীকরণের হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। অটোমেশন গ্রহণে ব্যবসায়ীদের অনীহার সমালোচনাও করেন তিনি।

আবদুর রহমান খান বলেন, 'গ্রামীণ জনগণ ও পোশাককর্মীরা দ্রুত মোবাইল আর্থিক সেবা গ্রহণ করলেও ব্যবসায়ীরা লেনদেনের রেকর্ড না রেখে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অটোমেশন এড়িয়ে চলছেন।'

Comments

The Daily Star  | English

Train drivers decide to go on strike from midnight

A meeting between the railway authorities and the leaders of the drivers' association ended unsuccessfully tonight, as the latter vowed to go for a strike unless their demands are met

46m ago