দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন

বাংলাদেশ ব্যাংক, ডিজিটাল ব্যাংক,
স্টার অনলাইন গ্রাফিক্স

দেশে প্রথমবারের মতো প্রাথমিকভাবে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দুটি হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি।

এছাড়া ডিজিটাল ব্যাংকের উইন্ডোর জন্য গাইডলাইন তৈরির পর ব্র্যাক ব্যাংকের বিকাশ, ব্যাংক এশিয়ার ডিজিট অল ও ডিজি১০ ব্যাংক ডিজিটাল ব্যাংক উইন্ডো খুলতে পারবে। এর মধ্যে ডিজি১০ ব্যাংকটি ১০টি বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক।

নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংকের পারফরমেন্স পর্যালোচনার মাধ্যমে স্মার্ট ডিজিটাল ব্যাংক, জাপান বাংলা ডিজিটাল ও নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংককে এলওআই দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। কড়ি ডিজিটাল ব্যাংকে এসিআইয়ের অর্থায়ন আছে।

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩০তম সভায় প্রস্তাবিত দুটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তিনটি কমিটি ডিজিটাল ব্যাংকের জন্য ৫২টি আবেদন মূল্যায়ন করেছে।

তিনি আরও বলেন, এরপর প্রস্তাবিত ৯টি ডিজিটাল ব্যাংকের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হয়। তবে, বোর্ড প্রস্তাবিত ৯টির মধ্যে একটিকে ডিজিটাল ব্যাংক হিসেবে বিবেচনা করেনি, কারণ এটি একটি বিমা কোম্পানি।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago