বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি প্রতিষ্ঠায় বিনিয়োগ করবে ব্র্যাক ব্যাংক

বিকাশ

ব্র্যাক ব্যাংক বোর্ড ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় বিনিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের নাম বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেলে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে চায় ব্রাক ব্যাংক।

তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসিআই লিমিটেড, ব্যাংক এশিয়া ও ক্রিস্টাল ইনস্যুরেন্সের পর ব্র্যাক ব্যাংক চতুর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠান যারা ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের পরিকল্পনার কথা জানালো।

কেন্দ্রীয় ব্যাংক গত ২১ জুন ডিজিটাল ব্যাংক গঠনের জন্য আবেদনের আহ্বান করে।

গতকাল রোববার উদ্যোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বিস্তারিত ও মানসম্মত আবেদনপত্র তৈরিতে আরও সময় দিতে এর সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত এর শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ৪১ শতাংশ বেড়ে ১ টাকা ৯৩ পয়সা হয়েছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago