ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ঢাকা ব্যাংক

বেসরকারি ব্যাংকটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার হতে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক, ডিজিটাল ব্যাংক,
স্টার অনলাইন গ্রাফিক্স

ডিজিটাল ব্যাংক বিনিয়োগ করবে ঢাকা ব্যাংক। বেসরকারি ব্যাংকটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার হতে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

ঢাকা ব্যাংক জানিয়েছে, প্রস্তাবিত সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি স্পন্সর শেয়ারহোল্ডার হওয়ার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে তাদের বোর্ড।

চলতি বছরের জুনে ডিজিটাল ব্যাংক গঠনে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করে বাংলাদেশ ব্যাংক। এরপর এক ডজনের বেশি প্রচলিত ব্যাংক আগ্রহ দেখিয়েছে, যার মধ্যে ঢাকা ব্যাংক অন্যতম।

ইতোমধ্যে ডিজি১০ ব্যাংক পিএলসি গঠনে দশটি ব্যাংক একটি জোট গঠন করেছে। এছাড়া, ব্যাংক এশিয়া ও ব্র্যাক ব্যাংক ডিজিটাল ব্যাংক গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে।

ডিজিটাল ব্যাংকের নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা গতকাল শেষ হয়েছে।

Comments