ঢাকা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ
২০২৩ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ঢাকা ব্যাংক লিমিটেডের মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশেরও বেশি বেড়ে হয়েছে ৭১ কোটি ৪৭ লাখ টাকা।
২০২২ সালের একই প্রান্তিকে বেসরকারি ব্যাংকটির মুনাফা হয়েছিল ৫৪ কোটি ৩৬ লাখ টাকা।
অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে শেয়ার প্রতি (ইপিএস) সমন্বিত আয় বেড়েছে শূন্য দশমিক ৭১ টাকা, যা ২০২২ সালের একই সময়ে ছিল শূন্য দশমিক ৫৪ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া তথ্যে ব্যাংকটি জানিয়েছে, সুদ আয় বৃদ্ধি এবং ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশন কমায় ইপিএস বেড়েছে।
ব্যাংকটি দ্বিতীয় প্রান্তিকে ভালো মুনাফা করায় চলতি বছরের প্রথমার্ধে মুনাফা হয়েছে ১৩১ কোটি ৮৬ লাখ টাকা, যা ২০২২ সালের একই সময়ে ছিল ১২২ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ। ফলে, সমন্বিত ইপিএস ১ দশমিক ২২ টাকা থেকে বেড়ে হয়েছে ১ দশমিক ৩১ টাকা।
চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য বেড়ে হয়েঠে ২২ দশমিক ০৫ টাকা, যা আগের বছরের একই দিনে ছিল ২০ দশমিক ৯১ টাকা।
আজ মঙ্গলবার ডিএসইতে ঢাকা ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১২ টাকা ৫০ পয়সায়।
Comments