সয়াবিন তেলের ৫ লিটারের বোতল এখন হাজার টাকা

রাজধানী ঢাকার পাইকারি ও খুচরা বাজারগুলোতে সরকার নির্ধারিত দামের চেয়েও ৩ টাকা বেশিতে বিক্রি হচ্ছে সয়াবিন তেলের ৫ লিটারের বোতল।

আজ সোমবার সরকার পরিচালিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

সংস্থাটি রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা ও মিরপুর-১ নম্বর বাজার থেকে তথ্য সংগ্রহ করে।

চলতি মাসের ৯ তারিখে ১ মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম আবারও বাড়ানো হয়েছে। দাম বেড়েছে প্রতি লিটারে ৭ টাকা। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা।

নতুন এই দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলেছিল, 'এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ২০৫ টাকায়। আর ৫ লিটারের বোতলের দাম পড়বে খুচরা পর্যায়ে ৯৯৭ টাকা, যেটি ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছিল। এ ছাড়া, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকায় বিক্রি হবে। এই তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল। আর খোলা পাম তেল এখন থেকে প্রতি লিটার ১৫৮ টাকায় বিক্রি হবে।'

Comments

The Daily Star  | English

Dhaka city running short of buses

Dhaka city is experiencing a significant shortage of buses and minibuses, the primary modes of public transport in the capital, causing daily hardship to commuters.

12h ago