ভারত থেকে আমদানি পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করবে টিসিবি

পেঁয়াজ
ফাইল ফটো

ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। এই পেঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরের খোলাবাজারে বিক্রি করা হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি কেজি পেঁয়াজের ভোক্তামূল্য ৫০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবির কার্ডধারী পরিবরারের পাশাপাশি সব ভোক্তা এই পেঁয়াজ দুই কেজি করে কিনতে পারবেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আগামীকাল রাজধানীর কারওয়ান বাজার সরকারি বিপণন সংস্থা টিসিবি ভবনের সামনে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।

Comments

The Daily Star  | English

Babar acquitted in another case over 10-truck arms haul

With today's acquittal, there is no legal obstacle to Babar's release from jail, said his lawyer

18m ago