ধান ও চালের অবৈধ মজুত বন্ধে অভিযান-জরিমানা

সংশোধন হওয়া বিবেকের ব্যাপার, আল্লাহর ব্যাপার: খাদ্যমন্ত্রী

ধান ও চালের অবৈধ মজুত বন্ধ করতে মাঠপর্যায়ে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের ৮টি দল। অভিযানের অগ্রগতি জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, চালের দাম কমতে শুরু করেছে। কবে কমবে সেটা ডেফিনেট নয়।
food_minister.jpg
ছবি: সংগৃহীত

ধান ও চালের অবৈধ মজুত বন্ধ করতে মাঠপর্যায়ে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের ৮টি দল। অভিযানের অগ্রগতি জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, চালের দাম কমতে শুরু করেছে। কবে কমবে সেটা ডেফিনেট নয়।

আজ রোববার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আপনি বলেছিলেন দেশের ৬টি করপোরেট প্রতিষ্ঠান চাল মজুত করে বেশি দামে বিক্রি করছে। অভিযানে আরও অনেক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তারা সংশোধন হয়েছে কি না গণামাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সংশোধন হওয়া-না হওয়াটা তাদের বিবেকের ব্যাপার, আল্লাহর ব্যাপার। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমি চেষ্টা করে যাব।

অভিযানের পরে চালের দাম কমেছে কি না জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার বিকেল থেকে আমরা অভিযান শুরু করি। বুধবার থেকে পুরোপুরি শুরু হয়। সারা দেশে একসঙ্গে সাঁড়াশি অভিযানের মতো চলেছে। শুক্রবার-শনিবার বন্ধের দিনেও আমাদের অভিযান চলেছে। ছুটির দিনেও আমরা বসে নেই। আমরা অনেক জায়গায়, অনেক অবৈধ মজুত আমরা পেয়েছি। তার ব্যবস্থাও হয়েছে। এই অবস্থায় বাজারে চালের মূল্যের নিম্নগতি রয়েছে, কন্ট্রোল হয়েছে এ কথা আমি বলবো না। আমরা কাজ করছি, এটা অব্যাহত রাখবো। 

তিনি আরও বলেন, অভিযানের ফলে আসল চিত্রটা আমরা পাচ্ছি মজুত কতটা আছে, অবৈধ মজুত কতটা আছে। একটা হিসাবের মধ্যে আমরা আসতে পারছি। আগামীকাল আমরা সিদ্ধান্ত নেব আর কী কী করা যায়।

এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম কমতে শুরু করেছে। কবে কমবে সেটা ডেফিনেট নয়।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিলেও আমরা অভিযান চালাচ্ছি। সুনির্দিষ্ট করে ব্যবস্থা নিচ্ছি। যেখানে নেই সেখানেও যদি আমরা লোক পাঠাই তাহলে কিন্তু বাজারে একটা ত্রাসের সৃষ্টি হবে। তারা উৎপাদন বন্ধ করে দেবে, সেদিকেও লক্ষ রাখতে হবে।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

11h ago