এবার এক উপজেলা চেয়ারম্যানকে সংসদ সদস্যের কিল-ঘুষি

রাজি মোহাম্মদ ফখরুল। ছবি: সংগৃহীত

রাজশাহীর সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বিরুদ্ধে একজন কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ নিয়ে আলোচনার মধ্যেই আওয়ামী লীগের আরেক এমপি কিল-ঘুষি মেরে আলোচনা তৈরি করেছেন।

আজ শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এমপি রাজি মোহাম্মদ ফখরুল এই ঘটনা ঘটান। তিনি দেবিদ্বারের বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় ক্ষিপ্ত হয়ে আবুল কালাম আজাদকে মারধর করেন।

সভায় উপস্থিত তিন জন আওয়ামী লীগ নেতা—রওশন আলী মাস্টার, এ কে এম শফিকুল আলম ও মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

এ বিষয়ে ফোনে রাজি মোহাম্মদ ফখরুলের বক্তব্য জানার চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার জানান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আজ বিকেলে সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সভায় এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ ও সম্পাদক স্বপনের নাম ঘোষণা করেন জেলা সাধারণ সম্পাদক। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ কমিটিকে সমর্থন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এমপি ফখরুল উপজেলা চেয়ারম্যান আজাদকে কিল-ঘুষি মারতে থাকেন।

আজাদকে প্রথমে তেজগাঁও এর নাক-কান-গলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Comments

The Daily Star  | English

Non-lethal weapons to be suggested for cops

The Police Reform Commission is poised to submit its report with recommendations, including freeing law enforcement agencies from political influence, according to its Chairman Safar Raj Hossain.

6h ago