কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু নিহত, আহত ২
কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (৭) ও রিয়াম আক্তার (১১) নামে ২ শিশু নিহত হয়েছে এবং দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়িরর ইনচার্জ এস আই সুজয় কুমার মজুমদার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কান্দি গ্রামের মাসুদ আলমের স্ত্রী নিশি আক্তার নিশু ও তার সন্তান নাজমুল হাসান (৭) তাদের পাশের বাড়িতে একজন অসুস্থ নারীকে দেখতে যায়। নাজমুল ওই বাড়ির ছাদে উঠে আম পাড়তে গেলে ছাদের পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। নাজমুলকে উদ্ধার করতে গিয়ে তার মা নিশি আক্তার ও রিয়ামসহ আরেক শিশু আহত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াম আক্তার মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির এস আই ডালিম কুমার মজুমদার দ্য ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। নিহত নাজমুলের মরদেহ উদ্ধার করে মনোহরগঞ্জ থানায় আনা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের হয়েছে।
Comments