কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ বোনসহ ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৃথক দুই গ্রামে বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে দুই বোন ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের বেগুনীপাড়া ও নারায়নপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বেগুনীপাড়া গ্রামের বাসিন্দা শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও মাছুমা (৬) কলাগাছের ভেলায় খালার বাড়ির উদ্দেশে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর দুজনের গলায় এক‌টি সেচ পাম্পের বৈদ্যুতিক তার জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিন বিকেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের (৪২) মৃত্যু হয়। তার বাবার নাম আব্দুর রহমান মুন্সী।

পুলিশ জানায়, সিরাজুল কলাগাছের ভেলায় পাশের বাড়িতে যাওয়ার সময় লগি বৈদ্যুতিক সঞ্চালন লাইনে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং পৃথক অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Two advisers, press secy still inside Milestone College

The government officials have been inside the campus since this morning

2h ago