ডেসটিনির রফিকুল আমীনের ২০০ কোটি টাকা জরিমানা স্থগিত

মো. রফিকুল আমীন। ছবি: সংগৃহীত

১ হাজার ৮৬১ কোটি টাকা পাচার মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীনকে ২০০ কোটি টাকা জরিমানা করে বিচারিক আদালতের দেওয়া রায় স্থগিত করেছেন হাইকোর্ট।

এ ছাড়া, বিচারিক আদালতের কাছ থেকে মামলার নথিও তলব করেছেন হাইকোর্ট।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রফিকুল আমীনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করার পর বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ গত ২২ জুন এ আদেশ দেন।

রফিকুল আমীনের আইনজীবী উজ্জ্বল ভৌমিক আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিম্ন আদালতে মামলার নথি পাঠানোর পর হাইকোর্টের কর্মকর্তারা মামলার পেপার বুক তৈরি করবেন। তারপর হাইকোর্ট রফিকুল আমীনের আপিলের শুনানি করবেন।'

হাইকোর্ট আপিল নিষ্পত্তি না করা পর্যন্ত রফিকুল আমীনের কাছ থেকে জরিমানা আদায় স্থগিত থাকবে বলে জানান তিনি।

অর্থ পাচার মামলায় গত ১২ মে ঢাকার একটি আদালত রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ এর প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তাদের মধ্যে রফিকুল আমীকে ১২ বছর এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর হারুন-অর-রশিদকে কারাগারে পাঠানো হয়। রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দিবাসহ ৩৬ জন পলাতক আছেন।

২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ৩০ মার্চ বিনিয়োগকারীদের ১ হাজার ৮৬১ কোটি টাকা পাচারের দায়ে ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago