অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে ২০০৭ সালে দায়ের করা মামলায় বাবরকে দোষী সাব্যস্ত করে দেওয়া বিচারিক আদালতের রায়ও বাতিল করেছেন হাইকোর্ট। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি।
নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে বাবরের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
২০০৭ সালের ৩০ অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসায় অস্ত্র ও গুলি রাখার মামলায় লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিচারিক আদালত।
Comments