অর্থ পাচার মামলায় ডেসটিনির রফিকুলের স্ত্রী ফারাহ দিবা কারাগারে

ছবি: সংগৃহীত

অর্থ পাচারের এক মামলায় ডেসটিনি-২০০০ এর পরিচালক রফিকুল আমিনের স্ত্রী ফারাহ দিবাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

এর আগে, গত ১২ মে এ মামলার পলাতক আসামি ফারাহ দিবাকে ৮ বছরের কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ ফারাহ দিবা তার আইনজীবীর মাধ্যমে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই মামলায় ডেসটিনি-২০০০ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড ও ২০০ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়াও, কোম্পানির পরিচালক ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড ও সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অর্থ পাচারের মামলায় ডেসটিনি-২০০০ এর আরও ৪৩ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago