এইচএসসির ফল

পাসের হারে ১৪ বছর ধরে এগিয়ে মেয়েরা

এইচএসসির ফলাফল প্রকাশের পর রাজউক উত্তরা মডেল কলেজে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবক। ছবি: প্রবীর দাশ/স্টার

গত ১৪ বছর ধরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।

চলতি বছর নিয়ে টানা তৃতীয়বারের মতো জিপিএ-৫ অর্জনেও এগিয়ে আছে মেয়েরা

আজ রোববার প্রকাশিত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৯ সাধারণ শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। 

এর মধ্যে, মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৬১ শতাংশ, ছেলেদের পাসের হার ৭২ দশমিক ৯১ শতাংশ। 

শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল ঘোষণা করেন।

এতে দেখা গেছে, ৯ সাধারণ শিক্ষাবোর্ডে মোট ৭৮ হাজার ৫২১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এর মধ্যে, মোট ৪১ হাজার ৮০৪ জন মেয়ে ও ৩৬ হাজার ৭১৭ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে এইচএসসি পরীক্ষায় পাসের হারে মেয়েরা এগিয়ে থাকছে।

২০০৯ সালে ছেলেরা শেষবারের মতো পাসের হারে মেয়েদের চেয়ে এগিয়ে ছিল। 

সে বছর মোট পাসের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৪ দশমিক ৫০ শতাংশ।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। 

তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

 

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago