এইচএসসির ফল অক্টোবরের মাঝামাঝি, বাতিল পরীক্ষার গ্রেড এসএসসির ফলের ওপর

পরীক্ষার্থীদের একাংশের বিক্ষোভের পর ২০ আগস্ট অবশিষ্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতীকী ছবি

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী অক্টোবরের মাঝামাঝি।

বাতিল হওয়া ছয়টি বিষয়ের ক্ষেত্রে এসএসসির ফলের ওপর মূল্যায়ন করা হবে।

আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা হয়নি, সেগুলো মূল্যায়ন করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।' 

গত ৩০ জুন থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে জুলাইয়ের মাঝামাঝিতে পরীক্ষা স্থগিত হয়ে যায়। শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ১১ সেপ্টেম্বর থেকে অবশিষ্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরীক্ষার্থীদের একাংশের বিক্ষোভের কারণে ২০ আগস্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

নয়টি সাধারণ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ১৪ লাখের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে।

 

Comments

The Daily Star  | English

Inflation down by one percent: Salehuddin

Govt has been able to stabilise the market situation

43m ago