এইচএসসি-সমমান

জিপিএ-৫ সবচেয়ে বেশি ঢাকায়, কম সিলেটে

পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ রোববার।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৫৯৫ জন।

ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩ হাজার ২৩০ জন ও ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৩৬৫ জন।

ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ৩১ হাজার ৭৫২ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১৬ হাজার ১৯৮ জন ও ছাত্রী ১৫ হাজার ৫৫৪ জন।

ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ লাখ ৪৫ হাজার ৫১০ জন। অর্থাৎ, মোট পরীক্ষার্থীর ১০ দশমিক ১০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে।

সর্বনিম্ন জিপিএ-৫ পেয়েছে সিলেট বোর্ডে ১ হাজার ৬৯৯ শিক্ষার্থী। এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। অর্থাৎ, এই বোর্ডের ২ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

এছাড়া, রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫ হাজার ৪৪৫ জন ও ছাত্রী ৫ হাজার ৮১৩ জন।

যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১২২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫৬৬ জন ও ছাত্রী ৪ হাজার ৫৫৬ জন।

চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন, দিনাজপুরে ৬ হাজার ৪৫৯ জন, কুমিল্লা বোর্ডে ৫ হাজার ৬৫৫ জন, বরিশালে ৩ হাজার ৯৯৩ জন ও ময়মনসিংহে ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এর বাইরে, মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯৭ জন। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৭৩ জন ও ছাত্রী ৩ হাজার ১২৪ জন।

কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে ছাত্র ২ হাজার ৫৪০ জন ও ছাত্রী ৪ হাজার ৪৩৭ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের ২ হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। 

তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

Comments

The Daily Star  | English

Fire breaks out at tissue warehouse in Narayanganj

Upon receiving the information, 19 firefighting units from various stations rushed to the scene and are currently working to bring the blaze under control

Now