উচ্চশিক্ষাসহ প্রতি ক্ষেত্রে গুণগত মান অর্জন করতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা নতুন শিক্ষাক্রম চালু করেছি। যার মাধ্যমে শিক্ষার্থীরা চিন্তা করতে ও সমস্যা সমাধান করতে শিখবে। তারা মননশীল, মানবিক ও সৃজনশীল মানুষ হবে।’
দীপু মনি, উচ্চশিক্ষা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর,
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: আলম পলাশ

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমরা উচ্চশিক্ষাসহ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান অর্জন করতে চাই। শিক্ষায় রূপান্তর ঘটানোর জন্য সারা বিশ্বে যে চেষ্টা চলছে আমরা তার অগ্রভাগে আছি।

তিনি বলেন, 'ইতোমধ্যে আমরা নতুন শিক্ষাক্রম চালু করেছি। যার মাধ্যমে শিক্ষার্থীরা চিন্তা করতে ও সমস্যা সমাধান করতে শিখবে। তারা মননশীল, মানবিক ও সৃজনশীল মানুষ হবে।'

আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, 'পৃথিবীতে এখন প্রতিযোগিতার চাইতে সহযোগিতার বিষয়ের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। কাজেই আমাদের শিক্ষার্থীরা যেন সহযোগিতার মধ্য দিয়ে শিখতে পারে সে সুযোগ করে দিতে হবে। এখন শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন করা হয়েছে অর্থাৎ অভিজ্ঞতা বিনিময় করে শিখন ও তা প্রয়োগ করতে শেখা।'

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা যা শিখবেন, তা যেন প্রয়োগ করতে শিখেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার যখন এই শিক্ষা শেষ করে বেরিয়ে যাবেন, তখন যে কর্ম জগতে প্রবেশ করুন না, সেটা উদ্যোক্তা কিংবা চাকরিজীবী সেজন্য আপনি তৈরি কিনা। আর বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব সেখানেই থাকবে, যদি বিশ্ববিদ্যালয় আপনাকে উদ্যোক্তা এবং সফল পেশাজীবী হিসেবে তৈরি করে দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়কে গতানুগতিক পাঠদান ও কারিকুলাম থেকে বেরিয়ে এসে আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি তার উপযোগী করে পাঠদান ও প্রশিক্ষণ দিতে হবে।'

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

6h ago