ফেনীতে ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ফেনীতে দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড সিজন-৩ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে ফেনী সরকারী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সিলেকশন রাউন্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ১ ঘণ্টা লিখিত পরীক্ষায় অংশ নেন তারা। অংশগ্রহণকারী সবাইকে আজ সনদ দেওয়া হয়। পরীক্ষার খাতা মূল্যায়নের পর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এ পর্বে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২৫ জন উত্তীর্ণকে পরবর্তী রাউন্ডের জন্য ঢাকায় ডাকা হবে।

লিখিত পরীক্ষা শেযে আয়োজিত অনুষ্ঠানে পরীজান্নাতুন নায়িমের সঞ্চালনায় এবং নিউজপেপার অলিম্পিয়াডের প্রেসিডেন্ট আহসান লাব্বির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার বিজয়ী ও সাইবার টিন্সের প্রতিষ্ঠাতা সাদাত রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, ফেনীর স্থানীয় দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসাইন, ফেনী মুহুরী লিও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লিও তাসিন সোবহান, নিউজপেপার অলিম্পিয়াড ডিরেক্টর অ্যান্ড ফাইন্যান্স সেক্রেটারি মিফতাউল আসিফ ইফতি।

এই অলিম্পিয়াডে ও ৫ ক্যাটাগরিতে অংশগ্রহণকারী নেওয়া হয়েছে।  তাদের কোনো বয়সসীমা ছিলে না।

অলিম্পিয়াডে অংশ নেওয়া দশম শ্রেণির শিক্ষার্থী রোজিনা অক্তার বলে, 'চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হই বা না হই, তাতে কোনো সমস্যা নেই। অংশ নিতে পেরে ভালো লাগছে। আমার কাছ থেকে জেনে আরও ৫ বন্ধু এখানে অংশ নিয়েছে।'

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from tomorrow: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

31m ago