শিক্ষা

খুলনায় ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড অনুষ্ঠিত

শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিলেকশন রাউন্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড সিজন-৩ এর সিলেকশন রাউন্ড। ছবি: হাবিবুর রহমান/স্টার

খুলনায় দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড সিজন-৩ এর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সিলেকশন রাউন্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হয়। এ পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জনকে পরবর্তী রাউন্ডের জন্য ঢাকায় ডাকা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউজপেপার অলিম্পিয়াডের প্রেসিডেন্ট লাব্বী আহসান। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এ আয়োজনের সহযোগী হিসেবে অংশ নেয়।

সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ বলেন, 'সংবাদপত্র পাঠকের যেমন কোনো বয়সসীমা থাকে না, এই অলিম্পিয়াডেও অংশগ্রহণকারীদের কোনো বয়সসীমা নেই। তাই সবাই এখানে অংশ নিতে পারছেন।'

'গণতন্ত্র ও সংবাদপত্র অঙ্গাঙ্গীভাবে জড়িত' উল্লেখ করে তিনি বলেন, 'দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দরকার। এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্যে সংবাদমাধ্যম সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি হবে।'

অলিম্পিয়াডে অংশ নেওয়া খুলনা বিএল কলেজের অ্যাকাউন্টিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শোভন সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হই বা না হই, তাতে কোনো সমস্যা নাই। অংশ নিতে পেরে ভালো লাগছে। তিন দিন আগে ফেসবুকে এটা নিয়ে খবর দেখে আমি রেজিস্ট্রেশন করি। মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছি।'

'আমার কাছ থেকে জেনে আরও পাঁচ বন্ধু এখানে অংশ নিয়েছেন। এর বাইরেও আমরা সাংবাদিকতা বিষয়ে বেশ কিছু নতুন ধারণা পেয়েছি,' বলেন তিনি। 

Comments