জাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ফের ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আবারও হামলা চালিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের অভিযোগ সোমবার দিবাগত রাত ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি হাতে তাদের ওপর হামলা চালায়।
ঘটনাস্থল থেকে আন্দোলনকারী শিক্ষার্থী মাহফুজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে আমাদের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল।
'এর প্রতিবাদে ও বিচার দাবিতে আমরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছিলাম। রাত ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা আবারও লাঠি হাতে আমাদের ওপর হামলা চালায় এবং আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা এখন ভিসির বাসভবনের ভেতরে অবস্থান নিয়েছি,' বলেন তিনি।
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেলকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
যোগাযোগ করা হলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবদুল্লাহ হিল কাফী ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।'
Comments