বকেয়া টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিন মালিকের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
বকেয়া টাকা চাওয়ায় ওই ছাত্রলীগ নেতা ক্যান্টিন মালিক ও ম্যানেজারকে মারধর করেন।
এ ঘটনায় আজ সোমবার হলের প্রভোস্ট অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়ার কাছে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে হল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
অভিযুক্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেনের দাবি, ক্যান্টিন মালিকই বরং তাকে মারধর করেছেন।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে আরাফাত বলেন, 'তারা আমাকে মারধর করেছে। আমি নিজেকে বাঁচাতে গিয়ে তাদের মেরেছি।'
তিনি আরও বলেন, 'কারিগরি সমস্যার কারণে আমি আমার মোবাইল থেকে টাকা তুলতে পারিনি। এ জন্য কিছু টাকা বকেয়া হয়েছে। আমি ক্যান্টিন মালিককে অনুরোধ করে বলেছিলাম যে পরেরবার বকেয়া টাকা দিয়ে দেবো।'
'কিন্তু অন্য ছাত্রদের সামনে জোড়ে চিৎকার করে তিনি আমাকে অপমান করেন,' বলেন আরাফাত।
ক্যান্টিন মালিকের অভিযোগ, ছাত্রলীগ নেতা আরাফাতের কাছে তার ২ হাজার ৬৫০ টাকা বকেয়া আছে। আজ দুপুরে আরাফাতের কাছে বকেয়া এই টাকা চান তিনি।
টাকা চাইলে আরাফাত তাকে ও ম্যানেজারকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
জানতে চাইলে সূর্য্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ক্যান্টিন মালিকের অভিযোগ পাওয়ার পর আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।'
Comments