সচিবালয়ে ঢুকে বিক্ষোভের অভিযোগে গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের সঙ্গে জড়িত: পুলিশ

সচিবালয়ে ঢুকে পড়া প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ছবি: স্টার

বুধবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করার অভিযোগে গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষায় 'বৈষম্যহীন' ফলাফলের দাবিতে বুধবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। সেসময় প্রায় ৫০ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। 

পরে তাদের মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিএমপি জানায়, পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ২৬ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, তারা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে। 

এর আগে ডিএমপি এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশেপাশে সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করে।

উল্লেখ্য, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।

 

Comments

The Daily Star  | English

Khaleda Zia attends first public event in six years

She appeared at the Armed Forces Day at Senakunja this afternoon

31m ago