রাবিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে স্থগিতাদেশ আড়াই বছর পর প্রত্যাহার

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে রাবি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রাবি
ফাইল ছবি

আড়াই বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সব ধরনের নিয়োগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পেয়েছেন বলে জানান তিনি।

২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে তৎকালীন রাবি উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান এবং প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী জাকারিয়ার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় ওই বছরের ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় রাবির সব ধরনের নিয়োগ স্থগিত করে।

প্রজ্ঞাপনের বরাত দিয়ে অধ্যাপক প্রদীপ কুমার বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে রাবি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।'

রাবি কর্তৃপক্ষকে নীতিমালা অনুযায়ী সব নিয়োগ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অধ্যাপক প্রদীপ বলেন, 'আমরা কেবলই চিঠি পেয়েছি। এখন উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

 

Comments