রাবির হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করল শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর হলের ২০৮ নম্বর রুম থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা এসব অস্ত্র নিয়ে উপস্থিত হন প্রশাসনিক ভবনের সামনে।
এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রক্টর আসাবুল হক ও ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ সঙ্গে কথা বলেন।
শিক্ষার্থীরা এসব অস্ত্র প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে জমা দিয়ে সন্ত্রাসী ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানান।
তারা বলেন, 'যে ছাত্ররাজনীতি ক্যাম্পাসকে অস্ত্রে ভরপুর করে তোলে, সেই ছাত্ররাজনীতি আমাদের দরকার নেই।'
ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদ বলেন, 'আমরা শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস দিতে চাই। এ কারণেই আপাতত বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়া নির্দেশ এসেছে।'
অস্ত্রের ব্যাপারে তিনি বলেন, 'এটা একটা শিক্ষাপ্রতিষ্ঠান, কোনো অস্ত্রাগার নয়। আমরা এই অস্ত্রগুলো দ্রুতই পুলিশের হাতে হস্তান্তর করবো।'
Comments