ছাত্রলীগের তদন্ত কমিটির প্রতি আস্থা নেই: ফুলপরী

ফুলপরী। ছবি: স্টার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ গঠিত তদন্ত কমিটির সামনে নিজের বক্তব্য তুলে ধরতে উপস্থিত হবেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী।

আজ রোববার তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল তারা আমাকে কল দিয়েছিলেন। আজ কমিটির সামনে যেতে বলেছেন আমার বক্তব্য তুলে ধরার জন্য। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আমি যাব না।'

তিনি বলেন, 'ছাত্রলীগের তদন্ত কমিটির পক্ষ থেকে কল পাওয়ার পর আমি প্রক্টর স্যারকে বিষয়টি জানিয়েছি। নিরাপত্তার বিষয় উল্লেখ করলে তিনি বলেছেন, ক্যাম্পাসে গেলে যেন তাকে জানাই। ক্যাম্পাসে তিনি আমাকে নিরাপত্তা হয়তো দেবেন, কিন্তু আমার বাড়ি থেকে প্রায় ৭৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সময়ে নিরাপত্তা পাব কীভাবে?'

ছাত্রলীগের এই তদন্ত কমিটি বিষয়ে তিনি বলেন, 'তাদের প্রতি আমার আস্থা নেই। কারণ, ঘটনার পর এত দিন হয়ে গেলেও তারা কিছুই করেনি। এতদিন পর তাদের ওপর আর কীভাবে আস্থা রাখব?'

'ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন আমাকে কল করেছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন যে আমি ন্যায়বিচার পাব। আমি ন্যায়বিচার আশা করি', যোগ করেন তিনি। 

এ ঘটনায় ছাত্রলীগের ৪ সদস্যের কমিটির সদস্য ও ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি বনি আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর পরই তদন্ত কমিটি গঠন করা হয়। এই প্রধান ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি মুন্সি কামরুল হাসান।'

তিনি বলেন, 'তদন্ত কমিটি ঘটনার সঙ্গে জড়িতদের বক্তব্য নিয়েছে। অভিযোগকারীর বক্তব্য ফোনে নেওয়া হবে। কেননা, তিনি নিরাপত্তার কারণে ক্যাম্পাসে আসতে পারবেন না বলে জানিয়েছেন।'

'৫ কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। আজ রোববার এর শেষ দিন। আশা করি ঘটনার সুষ্ঠু-নিরপেক্ষ বিচার হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব করা হবে না', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Dhanmondi 32 house demolition unfortunate: CA

The demolition of the house was a reaction to Hasina's violent behaviour, Chief Adviser's Press Wing said in a statement

38m ago