ফেসবুকের লোগো পরিবর্তন

ফেসবুকের নতুন লোগো। ছবি: সংগৃহীত
ফেসবুকের নতুন লোগো। ছবি: সংগৃহীত

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীদের পরিচয় যাচাই করার (নিউ আইডেন্টিটি সিস্টেম) হালনাগাদ প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। সঙ্গে এর লোগোতেও এসেছে সূক্ষ্ম পরিবর্তন।

প্রথম দেখায় লোগোর এই পরিবর্তন চোখে না পড়াই স্বাভাবিক। তবে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে নতুন লোগোতে আগের তুলনায় আরও গাড় নীল রঙ ব্যবহার করা হয়েছে এবং এতে ব্যবহৃত 'f' বর্ণের নকশাতেও এসেছে সামান্য পরিবর্তন।

কেন এই পরিবর্তন?

লোগো পরিবর্তনের যুক্তি ব্যাখ্যা করে গত ২০ সেপ্টেম্বর একটি এক ব্লগ পোস্ট প্রকাশ করে মেটা, যেখানে বলা হয়েছে, 'আমরা ফেসবুকের জন্য এমন একটি নতুন নকশার লোগো তৈরি করতে চেয়েছি যেটি আগের তুলনায় আরও স্পষ্ট, উজ্জ্বল ও টেকসই।

এই নতুন ও স্বতন্ত্র পরিবর্তনগুলো অ্যাপটির পরিচিতির মূল চাবি হিসেবে বৃহত্তর একটি সম্প্রীতির দিকে পরিচালিত করবে।'

এই নতুন ও অনন্য পরিবর্তনগুলো 'আরও বড় আকারে সম্প্রীতির' বার্তা দেবে বলে আশা প্রকাশ করেছে মেটা। পোস্টে বলা হয়েছে, 'এবারের লোগোতে ফেসবুকের মৌলিক নীল রঙকে আরও আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করা হয়েছে।

শুধু সৌন্দর্য বাড়ানো নয়, লোগো পরিবর্তনের ব্যবহারিক কারণও রয়েছে

লোগোর পরিবর্তনের মধ্যে যেটি মোটামুটি স্পষ্ট বোঝা যায়, তা হচ্ছে আগের আগের লোগোর নীল রঙের চেয়ে পরিবর্তিত লোগো আরও গাড় নীল রঙে আঁকা হয়েছে। যার ফলে ইংরেজি এফ বর্ণটিও আগের চেয়ে স্পষ্ট হয়েছে।

ফেসবুকের পুরনো লোগো (বাঁয়ে) বনাম নতুন লগো (ডানে)। ছবি: সংগৃহীত
ফেসবুকের পুরনো লোগো (বাঁয়ে) বনাম নতুন লগো (ডানে)। ছবি: সংগৃহীত

ব্লগ পোস্টে মেটা বলেছে, ফেসবুকের লোগোর নতুন নকশা তৈরি করার সময় মানুষ যাতে এটিকে সবজেই চিনতে পারে, সে বিষয়টি মাথায় রাখা হয়েছে। অর্থাৎ, এমন কোনো পরিবর্তন বিবেচনা করা হয়নি, যার ফলে চিরচেনা লোগোটিকে মানুষের কাছে একেবারে অচেনা বলে মনে হয়।

ফেসবুক বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম। দৈনিক প্রায় ২০০ কোটি সক্রিয় ব্যবহারকারী এটি ব্যবহার করেন। তাই লোগোতে সামান্য পরিবর্তনও অনেক মানুষের নজরে আসবে। স্বভাবতই, মেটা কখনোই প্রযুক্তি জগতের সবচেয়ে পরিচিত প্রতীকের অন্যতম এই লোগোতে নাটকীয় পরিবর্তন আনবে না, বরং ধাপে ধাপে এরকম সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে এগিয়ে যাবে।

নতুন আপডেট শুধু লোগো পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ফেসবুকের ওয়ার্ডমার্কেও পরিবর্তন আনা হয়েছে। ফেসবুকের নতুন টাইপফেসের (যেটিকে অনেকে 'ফন্ট' নামে চেনেন) নাম 'ফেসবুক স্যানস'। সারা বিশ্বের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন ফন্টকে আরও সহজ ও বৈচিত্র্যময় করা হয়েছে। নতুন ফন্টের কারণে ফেসবুকের কোনো পোস্ট আগের তুলনায় আরও সহজে পড়া যাবে।

রিঅ্যাকশন ইমোজিতেও পরিবর্তন আসছে

ইমোজিতেও পরিবর্তন আসছে। ছবি: সংগৃহীত
ইমোজিতেও পরিবর্তন আসছে। ছবি: সংগৃহীত

বর্তমানে ফেসবুকের ৭টি রিঅ্যাকশন ইমোজি আছে। এগুলো হচ্ছে লাইক, লাভ, কেয়ার, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংরি। এই রিঅ্যাকশনগুলোর কালার প্যালেটেও পরিবর্তন আসছে। বর্তমানে এটি যাচাই-বাছাই প্রক্রিয়ায় আছে এবং এই আপডেটটি সামনের মাসগুলোতে পাওয়া যাবে বলে জানিয়েছে মেটা।

মেটা জানিয়েছে, ফেসবুকের পুরো আইকোনোগ্রাফিই নতুনভাবে নকশা করা হয়েছে। তাই সামনের দিনগুলোতে ফেসবুকে ব্যবহৃত সবগুলো আইকনেই কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে।

আগামীতে আরও পরিবর্তন আসবে

ফেসবুকের পুরনো লোগোগুলো। ছবি: সংগৃহীত
ফেসবুকের পুরনো লোগোগুলো। ছবি: সংগৃহীত

ফেসবুকের ইন্টারফেসে আরও পরিবর্তন আনবে মেটা। সাম্প্রতিক এই আপডেটগুলোকে তাদের নতুন পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া চালুর 'প্রথম ধাপ' হিসেবে বর্ণনা করেছে মেটা। অর্থাৎ সামনের দিনগুলোতে ফেসবুকের আরও পরিবর্তন দেখা যাবে।

সূত্র: মেটা, দ্য ভার্জ 

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

12h ago